কক্সবাজারে অনুষ্ঠিত হবে জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।
২৭ অক্টোবর ২০২৫ তারিখে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। একে সফল ও স্মরণীয় করতে শহরের জেলা কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ও সাংবাদিক সমাজের প্রতিনিধিরা।
এতে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি খোরশেদ আলম। যৌথভাবে উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ইলি ও সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন।
সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, আমিন উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলম, দপ্তর সম্পাদক আজিজ উল্লাহ, প্রচার সম্পাদক রতন দে, অর্থ সম্পাদক নাছিমা আক্তার প্রমুখ।
উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সভাপতি নুরুল হোসাইন ও সাধারণ সম্পাদক ফরহাদ,
উখিয়া উপজেলা সভাপতি কামরুন্নেছা তানিয়া ও সাধারণ সম্পাদক এম. এ. সাত্তার আজাদ,
চকরিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ জামাল ও সাধারণ সম্পাদক নুরুল আমিন,
রামু উপজেলা সভাপতি কায়েদ আলম কায়ছার, সাধারণ সম্পাদক এমরান,
মহেশখালী উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঈদগাঁও উপজেলার প্রস্তাবিত কমিটির আলা উদ্দিন।
বক্তারা বলেন, সাংবাদিক সমাজের ঐক্য, পেশাদারিত্ব ও মানবিক দায়িত্ববোধ আরও শক্তিশালী করতে এ অভিষেক অনুষ্ঠান হবে নতুন দিগন্তের সূচনা। তাঁরা এই অভিষেক অনুষ্ঠানকে সকলের অংশগ্রহণে একটি প্রাণবন্ত ও সফল আয়োজন হিসেবে উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা আরো বলেন, সংগঠনের ঐক্য, আন্তরিকতা ও নিষ্ঠাই সাফল্যের মূল চাবিকাঠি। দায়িত্বশীল ও সচেতন সাংবাদিকরাই জাতির প্রকৃত বিবেক।
সভা শেষে আগত সদস্যদের মধ্যে আসন্ন অনুষ্ঠানের করণীয় বিষয়াদি নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয় এবং সকলের সহযোগিতায় অভিষেক অনুষ্ঠান সফল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।