ঢাকা | অক্টোবর ১৩, ২০২৫ - ২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম

কক্সবাজারের খুরুশকুলে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

  • আপডেট: Sunday, October 12, 2025 - 7:47 pm

 

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকায় অভিযান চালিয়ে বেআইনি অস্ত্র ও তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব-১৫। শনিবার (১১ অক্টোবর) রাতে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জানার পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানার পাড়ার জাকের চৌধুরীর পরিত্যক্ত একটি বাড়িতে অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরি এলজি, ১০ রাউন্ড তাজা গুলি, ৫টি শর্ট গানের তাজা সিসা কার্তুজ এবং ২টি বাটযুক্ত ছুরি উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় কাউকে আটক করা যায়নি বলে র‌্যাব জানিয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।