ঢাকা | ডিসেম্বর ১৯, ২০২৫ - ৯:৪৫ অপরাহ্ন

শিরোনাম

ওসমান হাদীর হত্যার প্রতিবাদে চন্দনাইশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট: Friday, December 19, 2025 - 8:10 pm

চন্দনাইশ প্রতিনিধি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া, দোহাজারী ও রৌশনহাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) জুমার নামাজের পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ এলাকা থেকে খাঁনহাট পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি পুনরায় কলেজ গেট এলাকায় এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন-এনসিপির ছাত্রবিষয়ক অঙ্গ সংগঠন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশক্তির সংগঠক হাসনাত আবদুল্লাহ, এলডিপির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক ছাত্রদলের দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক রবিউল করিম রবি, ছাত্রশক্তির ইমন শাহরিয়ার, এহসানুল কবির সৌরভ ও জাবেদ আমিন।

এদিকে দোহাজারীতেও জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শেষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাজারী মার্কেট এলাকায় সমাবেশে মিলিত হয় এবং প্রায় আধঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

দোহাজারীর সমাবেশে বক্তব্য রাখেন-এনসিপির যুগ্ম আহ্বায়ক আনাস মুহাম্মদ ও সাইফুল ইসলাম তৌহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য শাহাদাত হোসেন সুমন, জেলা যুগ্ম আহ্বায়ক রাসিমুল্লাহ মারুফসহ শিক্ষার্থী আকিব, জিকু, ইমরান, জোবায়ের ও ওবায়দুল হাসান।

বিক্ষোভকারীরা ভারতীয় আধিপত্যবিরোধী স্লোগান-“দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “আমরা সবাই হাদি হবো”-দিয়ে রাজপথ মুখরিত করেন। একই সঙ্গে হাদী হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান এবং গণতন্ত্রের পথে সর্বস্তরের জনগণের সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।