ঢাকা | ডিসেম্বর ১৫, ২০২৫ - ৫:২১ অপরাহ্ন

ওসমান হাদিকে বিদেশ নিতে জরুরি বৈঠকে মেডিকেল বোর্ড

  • আপডেট: Monday, December 15, 2025 - 11:26 am

জাগো জনতা অনলাইন।। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদিকে বিদেশে নেওয়া হবে কি না- এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিশ্লেষণে সোমবার বেলা ১১টায় আবারও জরুরি বৈঠকে বসছে মেডিকেল বোর্ড।

বিদেশে উন্নত চিকিৎসাসহ রোগীর সার্বিক চিকিৎসা পরিকল্পনা এবং এই পরিস্থিতিতে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ও ওসমান হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি জানান, আজ বেলা ১১টায় মেডিকেল বোর্ড আবারও জরুরি মিটিং ডেকেছে। সেখানে রোগীর বর্তমান শারীরিক অবস্থা, বিদেশে স্থানান্তরের ঝুঁকি ও সম্ভাবনা এবং চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হবে।