ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৪:০৮ অপরাহ্ন

শিরোনাম

এস আলমের অবৈধ নিয়োগ-পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার দাবিতে মিরপুরে মানববন্ধন 

  • আপডেট: Monday, October 6, 2025 - 1:34 pm

টিটু, মিরপুর।।  এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত সকল অদক্ষ কর্মকর্তাদের বহিষ্কার ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও সাধারণ চাকুরী প্রার্থী ছাত্র সমাজ।

আজ সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে ইসলামী ব্যাংক মিরপুর -০১ শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও সাধারণ চাকুরী প্রার্থী ছাত্র সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ব্যাংকের গ্রাহক সেমকো কেমিক্যালের মালিক আব্দুস সামাদ, সেবা ল্যাবরেটরীজ এর মালিক ডাক্তার মোঃ মঈন উদ্দিন এবং ব্যাংকের গ্রাহক ও বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ ইরফানুল হক। এছাড়া সাধারণ চাকুরী প্রার্থী শিক্ষার্থীগণ ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নিয়োগ পরীক্ষা ছাড়া অবৈধভাবে নিয়োগকৃত সকল নিয়োগ বাতিল করে মেধা ও দক্ষতার ভিত্তিতে নতুন নিয়োগের দাবী জানান।

বক্তারা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংকে চট্টগ্রামের আঞ্চলিক পর্যায়ে দেওয়া অবৈধ নিয়োগগুলো অবিলম্বে বাতিলের দাবি জানান।পাচারকৃত অর্থ ফেরত নিয়ে আসার দাবি জানানো হয় মানব বন্ধন থেকে। একইসঙ্গে তারা সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহ্বান জানান।