ঢাকা | জানুয়ারী ৪, ২০২৫ - ৮:৩০ অপরাহ্ন

শিরোনাম

এবার আফগানিস্তানে রকেট হামলা চালালো পাকিস্তান

  • আপডেট: Saturday, January 4, 2025 - 1:06 pm

জাগোজনতা অনলাইন : আফগানিস্তানের খোস্ত প্রদেশের আলীশের বিভাগে রকেট হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ হামলা হয়। জবাবে তালেবান সেনারা পাল্টা হামলা চালায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম তোলো নিউজ। এর আগে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের তথ্য জানানো হয়। জানা গেছে, ওইদিন আফগানিস্তানে রকেট ছুড়ে পাকিস্তানের সীমান্তবাহিনী।
আফগানিস্তান সরকারের নিয়ন্ত্রণে থাকা তালেবান এ হামলার নিন্দা জানিয়েছে। তবে পাক বাহিনীর রকেট হামলায় কোনো হতাহতের ঘটনার ঘটেনি বলে জানিয়েছে তারা।
খোস্তের এক বাসিন্দা জানিয়েছেন, হামলার পর যোগাযোগ ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয়। তাদের অনেকে নিজেদের গ্রামে যেতে পারেননি।

এদিকে আফগানিস্তান সীমান্তে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর দাবি করছে পাকিস্তান। তবে তালেবানের দাবি, সেখানে টিটিপির কোনো কর্মকাণ্ড নেই। গত বছরের শেষ দিকে আফগানিস্তানে পাকিস্তানের হামলায় ৭০ জনের বেশি মানুষ নিহত হন। যাদের বেশিরভাগই বেসামরিক নারী ও শিশু বলে দাবি করেছে তালেবান।
আজিজ মারেজ নামে সাবেক এক কূটনীতিক বলেছেন, “এ ধরনের হামলা পাল্টা হামলা কোনো ভালো ফল বয়ে আনে না। কিন্তু দুই দেশের মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করে।