এফইজেবি’র সভাপতি মোস্তফা কামাল ও সম্পাদক হাসান হাফিজ

জাগো জনতা অনলাইন।। বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম (এফইজেবি)-এর নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংগঠনের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্যের এ কমিটি অনুমোদিত হয়।
নতুন কমিটিতে মোস্তফা কামাল মজুমদার সভাপতি এবং হাসান হাফিজ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। সহ–সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বখতিয়ার রানা ও কাজী রওনাক হোসেন। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অরুণ কর্মকার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাহিদুল ইসলাম চৌধুরী ও সাখাওয়াত হোসেন বাদশা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- রফিকুর রহমান, শামীমা চৌধুরী, বুলবুল আহমেদ, মনজুরুল ইসলাম, কাদের গনি চৌধুরী, আইয়ুব ভূঁইয়া, মুরসালিন নোমানী, শিরিন সুলতানা, সালাহউদ্দিন বাবলু এবং আবু দারদা জোবায়ের।
সভায় বক্তারা বলেন, পরিবেশ সাংবাদিকতা শুধু তথ্য পরিবেশনের মাধ্যম নয়, এটি জনসচেতনতা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন কমিটির নেতৃত্বে এফইজেবি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন, দূষণ নিয়ন্ত্রণসহ বিভিন্ন ইস্যুতে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সভা শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন কমিটি গবেষণা, প্রশিক্ষণ এবং নীতিনির্ধারকদের সঙ্গে সংলাপের মাধ্যমে পরিবেশ সাংবাদিকতার পরিসর ও প্রভাব বাড়াতে কাজ করবে।