ঢাকা | মে ৯, ২০২৫ - ১:১৮ অপরাহ্ন

শিরোনাম

এডাস্ট জার্নালিজম বিভাগের সঙ্গে মফস্বল সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

  • আপডেট: Tuesday, May 6, 2025 - 12:03 pm

সানজিদা আক্তার শবনম ।। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট) সাংবাদিক সমিতির আয়োজনে বরগুনা জেলার সদরসহ তালতলী উপজেলার সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এডাস্টের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের তত্ত্বাবধানে বরগুনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জার্নালিজম বিভাগের প্রচারণার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট নিয়ে আলোকপাত করা হয়।

এ সময় মফস্বল সাংবাদিকতার বর্তমান চিত্র, নানা সংকট এবং ভবিষ্যতের সম্ভাবনাগুলো নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। পরে মফস্বল সাংবাদিকতার ইতিবাচক ভূমিকা, সামাজিক পরিবর্তনে সংবাদমাধ্যমের প্রভাব এবং তরুণ সাংবাদিকদের সম্ভাবনা তুলে ধরা হয়।

সভায় উপস্থিত ছিলেন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর ও প্রভাষক জুবায়ের আহমেদ এবং প্রভাষক কেয়া বোস।

তারা বলেন, যেসব সংবাদকর্মীরা মাঠপর্যায়ে কাজ করেন তাদের প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। মফস্বল সাংবাদিকদের বাদ দিয়ে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠিত হতে পারে না। সাংবাদিকদের বৃহত্তর একটি অংশ জেলা উপজেলায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।  কাজেই তাদেরও মূল্যায়ন করতে হবে। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদেরও পেশাগত মান বজায় রাখতে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় করতে হবে।

সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীসহ এডাস্ট সাংবাদিক সমিতির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।