উৎসবমুখর আয়োজনে শীতকে স্বাগত জানালো বিডিজেএ
জাগো জনতা অনলাইন।। শীতের আবহকে সামনে রেখে শীত আগমনী উৎসব পালন করেছে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন (বিডিজেএ)।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পরিবাগ সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে ঢাকায় কর্মরতবিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিজেএ এর সভাপতি তারিকুল ইসলাম মাসুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব সৈকত এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, এডভোকেট মোয়াযযম হোসেন হেলাল- এসিস্ট্যান্ট সেক্রেটারী, জামায়াতে ইসলামী। নাজিম উদ্দীন আলম – সাবেক এম পি, বিএনপি নেতা। বিলকিস জাহান শিরিন – সাবেক এম পি, সাংগঠনিক সম্পাদক, বি এন পি। অধ্যাপক ডা মেজর (অব) আব্দুল ওহাব মিনার- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এ বি পার্টি। আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ- জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি। শেখ নেয়ামুল করীম – ঝালকাঠি ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী। আমান উল্লাহ আমান – সাংগঠনিক সম্পাদক, ছাত্র দল।
শুভেচ্ছা বক্তবে উৎসবের আমেজ ধরে রেখে দেশের জন্য কাজ করার পাশাপাশি ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এই আয়োজন সৃষ্টিশীলতা, সহমর্মিতা ও আন্তরিকতার প্রতিফলন বলেও মন্তব্য করেন অতিথিরা।
সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, আবু সালেহ আকন- সভাপতি, ঢাকা রিপোর্টার ইউনিটি। আবু জাফর সূর্য , সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। নজরুল ইসলাম মিঠু- সাবেক সভাপতি ঢাকা রিপোর্টার্স ইউনিটি। আসাদুজ্জামান সম্রাট – সিনিয়র সাংবাদিক মাইনুল হাসান সোহেল- সাধারণ সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এম এম বাদশাহ- সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্রাব) গাজী আনোয়ার হোসেন – সহ সভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি।
ধন্যবাদ জানান, উৎসব উপ কমিটির আহবায়ক ফাহিম মোনায়েম এবং সদস্য সচিব ইউসুফ বাচ্চু, সার্বিব ব্যবস্থাপনায় ছিলেন, মাহবুব জুয়েল, বোরহান উদ্দিন, মিজানুর রহমান মিন্টু এবং রাজু হামিদ।











