ঢাকা | আগস্ট ৮, ২০২৫ - ৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম

উন্নত চিকিৎসা করাতে না পেরে বন্ডে সই, ডেঙ্গু রোগীর মৃত্যু

  • আপডেট: Friday, August 8, 2025 - 11:15 am

জাগো জনতা অনলাইন।। বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আলেয়া বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে মারা যান তিনি।

আলেয়া বরগুনা সদর উপজেলার লতাবাড়িয়া এলাকার বাসিন্দা এবং মরহুম নূর মোহাম্মদের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সোমবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত অবস্থায় আলেয়াকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু রোগীকে বরিশালে নিতে অস্বীকৃতি জানায় পরিবারের সদস্যরা।

পরিবারের অনুরোধে এবং রোগী বরিশাল নিতে অপারগ হওয়ায় আলেয়ার ছেলে সরোয়ার বন্ডে স্বাক্ষর দেন। এরপর তাকে বরগুনা জেনারেল হাসপাতালেই চিকিৎসা দেয়া হয়। শুক্রবার সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে কিছুক্ষণের মধ্যেই আলেয়া মারা যান।

এ বিষয়ে আলেয়ার মেয়ে রুবিনা আক্তার বলেন, ‘মায়ের অবস্থা তেমন খারাপ মনে হয়নি। গতকালও তিনি কথা বলেছেন। জ্বরের সঙ্গে একটু গ্যাস ছিল, পরে হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যায়।’

আলেয়ার পুত্রবধূ সাথী আক্তার বলেন, ‘সোমবার শাশুড়িকে হাসপাতালে ভর্তি করি। কাল তাকে বরিশাল রেফার করা হলেও আমরা নিয়ে যেতে পারিনি। তাই বন্ডে সই করে এখানেই ভর্তি করানো হয়।’

বরগুনা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে দায়িত্বে থাকা নার্স হাওয়া জানান, ‘চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। এরপর কোনো রেসপন্স না পেয়ে ডাক্তার পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।’