ঢাকা | নভেম্বর ২৬, ২০২৫ - ৩:৫৩ অপরাহ্ন

শিরোনাম

উত্তর ফটিকছড়িতে যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট: Wednesday, November 26, 2025 - 3:45 pm

মু. আজিজ, ফটিকছড়ি প্রতিনিধি।

 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের ফারুকনগর এলাকায় মো. আজাদ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্বশুরবাড়ির একটি ঘর থেকে তার মরদেহ পাওয়া যায়।

 

নিহত আজাদ সন্দ্বীপ উপজেলার হরিশপুর এলাকার মৃত আকবর হোসেনের ছেলে। তিনি প্রায় পাঁচ বছর ধরে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন এবং পেশায় ছিলেন জাহাজ শ্রমিক।

 

পরিবারের দাবি অনুযায়ী, মঙ্গলবার কর্মস্থলে যাওয়ার পথে ছিনতাইয়ের ঘটনা নিয়ে দাম্পত্য কলহ দেখা দেয়। এর জেরে রাতে আলাদা ঘরে গিয়ে ফাঁস লাগান—এমন ধারণা জানিয়েছেন শ্বশুর সোহরাব ভূঁইয়া।

তবে নিহতের মা অভিযোগ করেছেন, এটি আত্মহত্যা নয়, ঘটনার পেছনে হত্যার অভিযোগ থাকতে পারে—এজন্য সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।

 

এ বিষয়ে ভূজপুর থানার এসআই বজলুর রশিদ জানান, মরদেহের গলায় দাগ পাওয়া গেছে।

মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।