ঢাকা | অক্টোবর ৩০, ২০২৫ - ২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

ঈদগাঁও উপজেলায় অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, October 29, 2025 - 11:22 pm

 

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।

ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ১টি একনলা বন্দুকসহ একজন অস্ত্রধারী আসামি গ্রেপ্তার হয়েছে।
২৯ অক্টোবর বুধবার বিকেল সাড়ে চারটায় ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউপির পূর্ব নাপিতখালী এলাকায় বিশেষ এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত আসামিকে অস্ত্র মামলায় আটক করা হয়েছে বলে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটককৃত মনিরুল হক (৫০), রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কোদালিয়া কাটার (ছমুদা বড় বাড়ির) মৃত আব্দুল জলিলের পুত্র।

তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন আটকের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “এটা আমাদের বড় অ্যাচিভমেন্ট। অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে।” তবে তিনি মামলার নম্বর জানাতে পারেননি।