ঈদগাঁওয়ে সেনাবাহিনীর উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইন
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।
রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের সার্বিক তত্ত্বাবধানে ঈদগাঁও পাবলিক লাইব্রেরিতে মাদকবিরোধী প্রচারণা এবং বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে উপজেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং চিকিৎসাসেবা নিতে আসা গরিব ও দুস্থ রোগীরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে লড়াইয়ে সামাজিক সচেতনতা সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। সমাজে সচেতনতা বৃদ্ধি পেলে মানুষ নিজে মাদক থেকে দূরে থাকবে, একই সঙ্গে মাদককারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে।
বক্তারা আরও বলেন, দীর্ঘমেয়াদি সচেতনতা কার্যক্রম সমাজে স্থায়ী আন্দোলন তৈরি করতে সক্ষম। এতে ভবিষ্যৎ প্রজন্ম মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে। এজন্য শিক্ষক, স্থানীয় নেতৃবৃন্দ ও ধর্মীয় ব্যক্তিদের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব স্তরে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
মাদকবিরোধী টাস্কফোর্স এ ক্যাম্পেইনের মাধ্যমে গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা কামনা করে।











