ঢাকা | জানুয়ারী ৪, ২০২৬ - ৩:৩৯ অপরাহ্ন

ঈদগাঁওয়ের গ্রামাঞ্চলে জামায়াত মনোনীত প্রার্থীর নির্বাচনি গণসংযোগ

  • আপডেট: Saturday, January 3, 2026 - 6:39 pm

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শহিদুল আলম প্রকাশ ডিপি বাহাদুরের সমর্থনে নির্বাচনি গণসংযোগ কার্যক্রম অব্যাহত রয়েছে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেলে ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতের নেতাকর্মীরা।
এ সময় তারা ভোটারদের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন এবং আসন্ন নির্বাচনে শহিদুল আলম ডিপি বাহাদুরকে বিজয়ী করার আহ্বান জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর, ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, ইসলামপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি সাহাব উদ্দিন, ঈদগাঁও বাজারের সাবেক সেক্রেটারি মুফিজুর রহমান মুফিজ, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত অভিভাবক সদস্য সরওয়ার কামালসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বৃহত্তর ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী জাফর আলম এম.এ., আমানুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বাড়িতে গিয়ে গণসংযোগ করেন। এ ছাড়া তারা বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল আজিম প্রকাশ ভূতুর বাড়িতে এক মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রত্যাশা করে। তারা এলাকার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে ভোটারদের সহযোগিতা কামনা করেন।