ঈদগাঁওতে প্রধান শিক্ষক জসীম উদ্দীনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
 
		ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজারের ঈদগাঁও মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দীনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর কিন্তু আবেগঘন অনুষ্ঠানে। দীর্ঘ বিশ বছরেরও অধিক সময় ধরে নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে বিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও ভৌত অবকাঠামোগত উন্নয়নে তিনি রেখেছেন অনন্য দৃষ্টান্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান ভূঁইয়া এবং প্রধান মেহমান ছিলেন জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর তাজ জনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামু উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো. হানিফ মিয়া, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম হোছাইনী, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম এবং জেলা স্কাউটের সাবেক সম্পাদক তপন কান্তি। বক্তারা বলেন, মো. জসীম উদ্দীন শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন একজন সত্যিকারের শিক্ষাগুরু—যিনি শিক্ষা, শৃঙ্খলা ও মানবিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রেখে গেছেন।
এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, প্যানেল চেয়ারম্যান কামাল হোছাইন, ইউনিয়ন সদস্য তসলিমা আক্তার, দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি মো. আল আমিনসহ কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্কাউট নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ছৈয়দ নূর এবং পরিচালনা করেন সহকারী শিক্ষক আর. ই. জে. নুসরাত জাহান। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেয় সামিয়া রশিদ তানিয়া, শোয়াইব মোহাম্মদ জায়েদ, শাহ মো. বায়েজিদ ও জারিন হাদিকা নাফিয়া। মানপত্র পাঠ করে ছাবিতুর রশিদ, এবং পবিত্র কোরআন তেলাওয়াত করে মুরারবাদ আহসান।
সম্বর্ধিত অতিথি মো. জসীম উদ্দীন তাঁর বক্তব্যে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “বিদ্যালয় আমার দ্বিতীয় পরিবার, এখানকার প্রতিটি মুহূর্ত ছিল সোনালী স্মৃতি।”
অনুষ্ঠানের শেষ পর্বে নৃত্য পরিবেশন করে তানিশা ও তার দল। পরে বিদায়ী প্রধান শিক্ষককে ক্রেস্ট, উপহার ও ফুলের তোড়া প্রদান করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বিদায়ী প্রধান শিক্ষককে করে তোলে আবেগে আপ্লুত।

 
			









