ঈদগাঁওতে পুলিশের জালে আটক মহিলা মাদক কারবারি
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।
ঈদগাঁও থানার অভিযানে একাধিক মাদক মামলার তালিকাভুক্ত এক নারী মাদক কারবারিকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ গ্রেফতার করেছে পুলিশ।
৩১ ডিসেম্বর রাত ১০টা ১০ মিনিটে কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা গ্রামের হাছিনা পাহাড় এলাকার আছিয়া খাতুনের বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঈদগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০১, তারিখ-০১/০১/২০২৬ খ্রি., ধারা-৩৬ (১) সারণির ২৪ (খ)।
গ্রেফতারকৃত আসামীর নাম পারভীন আক্তার (৩৮)। তিনি উক্ত এলাকার জাফর আলমের স্ত্রী। তার পিতা জাফর আলম, পেশা: আব্দুল গফুর। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, যার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক এফআইআর ও জিআর মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
১। ঈদগাঁও থানা, এফআইআর নং-৫, তারিখ-০৫/০১/২০২৫; জিআর নং-৫/২৫; ধারা-৩৬ (১) সারণির ২৪ (খ)।
২। রামু থানা, এফআইআর নং-৬৮/১৩৯, তারিখ-২৮/০৩/২০২১; ধারা-৩৬ (১) সারণির ২৪ (খ)/৩৮।
৩। ঈদগাঁও থানা, এফআইআর নং-১৫, তারিখ-১৯/০৮/২০২৫; জিআর নং-৯০/২৫; ধারা-৩৬ (১) সারণির ২৪ (খ)।
৪। ঈদগাঁও থানা, এফআইআর নং-৯, তারিখ-১৬/১০/২০২৩; জিআর নং-১১/০৮/২০২৩; ধারা-৩৬ (১) সারণির ২৪ (খ)/৪১।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে











