ঢাকা | অক্টোবর ৮, ২০২৫ - ১০:৪০ অপরাহ্ন

শিরোনাম

ঈদগাঁওতে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই

  • আপডেট: Wednesday, October 8, 2025 - 7:47 pm

 

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে দরিদ্র দিনমজুরের একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ৮ অক্টোবর বুধবার বিকেল পাঁচটায় ঈদগাহ কলেজের দক্ষিণে পূর্ব মেহেরঘোনায় অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে।

স্থানীয় গ্রাম পুলিশ সদস্য নুরুল হাকিম জানান, বাড়ির পার্শ্ববর্তী বিদ্যুতের সার্ভিস তার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মাটির গুদাম ও টিনের চালার তিন রুমের এ ঘরটি দেড় ঘণ্টাব্যাপী দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার যুবক ও গ্রামবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার কোনো সুযোগ ছিল না এবং তাদেরকে কেউ খবরও দেয়নি।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ঘরের যাবতীয় আসবাবপত্র, আলমারি, কাপড়-চোপড়, ফ্রিজসহ সবকিছু পুড়ে যায়। এতে আনুমানিক চার থেকে পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে তিনি দাবি করেন।

পুড়ে যাওয়া বসতবাড়ির মালিক স্থানীয় মৃত হামিদ হোসেনের পুত্র, রং মিস্ত্রি নুরুল ইসলাম।

ভুক্তভোগীর স্ত্রী সাজেদা বেগম জানান, তিনি তার দুই পুত্র, এক কন্যা ও স্বামী নিয়ে এ বাড়িতে বসবাস করে আসছিলেন। তার দুই কন্যার ইতোপূর্বে বিবাহ হয়েছে। বড় ছেলের বয়স ১৫ বছর, ছোট ছেলের বয়স আট বছর এবং কন্যাটি স্থানীয় আবু বক্কর সিদ্দিক (রাঃ) মাদ্রাসায় দশম শ্রেণিতে অধ্যয়নরত। তিনি আরও জানান, তার স্বামী মহেশখালীতে ফার্নিচার তৈরির কাজ করেন। এ রিপোর্ট লেখার সময় তিনি বাড়িতে ফেরার জন্য স্পিডবোটযোগে মহেশখালী থেকে রওনা দিয়েছেন।

এক প্রশ্নের জবাবে গ্রাম পুলিশ নুরুল হাকিম জানান, অগ্নিকাণ্ডের খবর স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল হাকিম এবং ওয়ার্ড মেম্বার গিয়াস উদ্দিন বাহারকে জানানো হয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা কর্তৃপক্ষকে জানানো হয়নি। সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি অবহিত করা হবে বলে তিনি জানান।

ঈদগাঁও থানার নবাগত ওসি ফরিদা ইয়াসমিন জানান, অগ্নিকাণ্ডের বিষয়ে তাকে কেউ অবহিত করেননি।

স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল হাকিমকে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

ওয়ার্ড মেম্বার গিয়াস উদ্দিন বাহার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি দরিদ্র এই পরিবারটির পুনর্বাসনে সরকারি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।