ঈদগাঁওতে চেক প্রতারণা মামলায় আটক ১
ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।
ইসলামপুর থেকে সিআর মামলার ১০ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করা হয়েছে। ঈদগাঁও থানার পুলিশের এসআই অন্ত বড়ুয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত মো. মোজাফফর আহমদ ইউনিয়নের মধ্য নাপিতখালীর মরহুম উজির আলী সওদাগরের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জে সাক্ষ্য দিতে যাওয়া ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার। তিনি বলেন, চেক প্রতারণা মামলায় গতকাল রাতে তাকে আটক করা হয়।











