ঈদগাঁওতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা যে দাবি জানালেন

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।
ঈদগাঁওতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বুধবার বিকেলে ঈদগাঁও বাস স্টেশনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের ডাক দিয়েছে বৃহত্তর ঈদগাঁও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীবৃন্দ।
মেসার্স আনু মিয়া সিকদারের পেট্রোল পাম্প এলাকায় আয়োজিত এ মানববন্ধনে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী, খোদাইবাড়ি এ.জি. লুৎফুল কবির আদর্শ বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছৈয়দ, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক দেলাওয়ার হোছাইন সাঈদী প্রমুখ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জালালাবাদ পালাকাটা গোলজারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আনিস মুহাম্মদ আব্দুল্লাহ।
গোমাতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রশিদ আহমদের উপস্থাপনায় মানববন্ধনে অংশ নেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান মুহাম্মদ সিরাজুল হক, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা মনছুর আলম, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলম, নাইক্ষ্যংদিয়া এস.টি. দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা ফজলুল হক, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল কবির, আব্দুল খালেক মিশু, আশিকুর রহমান, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম, তপন তালুকদার, জাহানারা ইসলাম গার্লস স্কুলের শিক্ষক সানা উল্লাহ, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম, আব্দুল মোনাফ, ইচ্ছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল কাদের, ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল গফুর।
বক্তারা ঢাকায় আন্দোলনরত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের চলমান আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন জানান। তারা উল্লেখ করেন, ২০% বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণের দাবিতে ঢাকায় অবস্থানরত শিক্ষকদের ওপর পুলিশের নির্মম হামলার তীব্র প্রতিবাদ জানান। শিক্ষকদের এসব যৌক্তিক দাবি-দাওয়া মেনে নেওয়া না হলে আন্দোলন কর্মসূচি ও কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।
কর্মসূচিতে উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।
একই দাবিতে পৃথকভাবে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা গত দুই দিন যাবত কর্মবিরতি পালন করছেন।