ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৫:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে

  • আপডেট: Saturday, October 4, 2025 - 6:20 pm

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা শনিবার (৪ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়েন হাজারও যাত্রী।

সকাল ১১টার দিকে চাকরিচ্যুত কর্মকর্তারা মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে সকাল সাড়ে ১১টার দিকে তারা সড়কে বসে অবরোধ শুরু করলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। শতাধিক কর্মকর্তা এতে অংশ নেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তা বিনা কারণে চাকরিচ্যুত হয়েছেন। এছাড়া আরও ৪-৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এতে তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

চাকরিচ্যুত কর্মকর্তারা জানান, তাদের ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হচ্ছে। দাবিগুলো হলো—
১. বিনা কারণে চাকরিচ্যুত কর্মকর্তাদের স্বপদে পুনর্বহাল।
২. প্রহসনমূলক পরীক্ষায় অংশ না নেওয়ায় শাস্তিমূলক বদলি বন্ধ।
৩. বৈষম্যহীন ও রাজনীতিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা।
৪. শর্ত আরোপ করে নেওয়া সব ধরনের অ্যাসেসমেন্ট টেস্ট বাতিল।
৫. কর্মকর্তাদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতনের তদন্ত করে দোষীদের শাস্তি।
৬. পরীক্ষা বর্জনের কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা ও সাধারণ ডায়েরি প্রত্যাহার।

এর আগে শুক্রবার (৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত কর্মকর্তারা রোববার (৫ অক্টোবর) থেকে টানা কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন। তবে ঘোষণার একদিন আগেই তারা মানববন্ধন ও অবরোধ কর্মসূচি শুরু করেন।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। যাত্রীরা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।