ইসলামপুরে বিজয় দিবস উপলক্ষে নাইট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষে নাইট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে এলাকাবাসীর উদ্যোগে কুমারটুলি রুবিয়া ফ্রেবিক্সের সামনে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শুরুতে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কোরআন তেলওয়াত ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে আয়োজকরা প্রধান অতিথিসহ সকল অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি এবিএম পারভেজ রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএম কায়সার রেজা, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, এবিএম সাজ্জাদ রেজা,বাবু আহমেদ, শাহীন শিকদার, মো.আঃ জব্বার, আশ্রাফ উদ্দিন, মহিলা নেত্রী মিরা বেগম।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন অপু, শফিকুল ইসলাম, জাকির হোসেন টিটু,মো. মামুন, লিটন, মিশুক, বিপ্লব ঘোঘ, মান্নান, বিপ্লব সাহা,সার্বিক ব্যবস্থাপনা শামসুদ্দিন রনি, ইউসুফ, মিলন, রুবাইয়াত, সুজন মন্ডল, তুহিন, হক, ফারুক, নাসরুল্লাহ পাপ্পু, সোহরাব হোসেন, মো.জুবেল, মাসুদ কায়সার টিটু,কমল হাসান চৌধুরী, সাকিল, আনিস আহমেদ, রেজাউল হক লিসান, মো.ওহাব, ফাহিম, মো.গাজী আশিক ও হিমেল প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে এবিএম পারবেজ রেজা বলেন, ইনশাআল্লাহ আগামীতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে। বিশেষ অতিথি সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, যারা এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।