ইসরায়েলে ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা ও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
জাগো জনতা অনলাইন।। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র–প্রতিরোধী ব্যবস্থা ও তা চালাতে সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছিল। পেন্টাগনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পেন্টাগন বলেছে, দূরপাল্লার ইসরায়েলে ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা ও সামরিক ক্রু পাঠানো হচ্ছে।
যুক্তরাষ্ট্র বলেছে, তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র–বিধ্বংসী ব্যবস্থা পাঠাবে এবং সেই ব্যবস্থা পরিচালনার জন্য সেনাও পাঠাবে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টায় যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিচ্ছে। ইসরায়েলের সুরক্ষায় এই ব্যবস্থা পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার রোববার বলেন, টার্মিনাল হাই–অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যাটারি মোতায়েন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সহায়ক হবে।
রাইডার এক বিবৃতিতে বলেন, “সম্প্রতি কয়েকমাসে ইরান এবং ইরান-সমর্থিত মিলিশিয়াদের হামলা থেকে আমেরিকান এবং ইসরায়েলিদের প্রতিরক্ষার্থে সহায়ক ব্যবস্থা হিসাবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যে বড় ধরনের রদবদল ঘটিয়েছে তার অংশ হিসাবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
ওদিকে, ইরানের পররাষ্ট্রেমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে দিয়ে বলেছেন, “যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা পরিচালনার জন্য ইসরায়েলের মাটিতে মার্কিন সেনা মোতায়েন করে তাদের জীবন ঝুঁকিতে ফেলছে।”
আরাকচি এক্সে এক পোস্টে লিখেছেন, “সম্প্রতি কয়েকদিনে আমরা আমাদের এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ দমিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছি। তবে আমরা পরিষ্কার করে বলে দিচ্ছি যে, আমাদের জনগণ এবং স্বার্থ রক্ষায়র ক্ষেত্রে আমাদের কোনও সীমারেখা নেই।”