ঢাকা | ডিসেম্বর ১৬, ২০২৫ - ৩:৩৪ অপরাহ্ন

শিরোনাম

ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • আপডেট: Tuesday, December 16, 2025 - 10:20 am

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর দক্ষিণখান এলাকায় ব্যবসায়িক দ্বন্দ্বে ডিস ও ইন্টারনেট ব্যবসায়ী মো. শাজাহানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে তালতলা নন্দপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দক্ষিণখান থানার ওসি শরীফুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শাজাহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ব্যবসায়িক দ্বন্দ্বসহ কয়েকটি বিষয়কে সামনে রেখে কাজ করা হচ্ছে।

 

তিনি বলেন, উত্তরা আশকোনা এলাকার হাফিজ উদ্দীনের ছেলে। তিনি এলাকায় নেট ও ডিসের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।