ইনকিলাব মঞ্চের বিক্ষোভ থেকে অস্ত্রসহ যুবক আটক
জাগো জনতা অনলাইন।। শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে অস্ত্রসহ যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে ওই যুবককে রাজধানীর শাহবাগ এলাকা থেকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক যুবকের নাম মো. আরাফাত জামান। তিনি রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা এলাকার বাসিন্দা।
জানা যায়, ইনকিলাব মঞ্চের সমাবেশ চলাকালে আটক যুবককে সন্দেহজনক চলাফেরা করতে দেখে রাত ৮টার দিকে তাকে আটক করে বিক্ষোভকারীরা। পরে তল্লাশি চালিয়ে তার কাছে একটি গুলিসহ পিস্তল পাওয়া যায়।
পরে বিক্ষোভকারীরা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে। পুলিশ তাকে আটক করে রাজধানীর শাহবাগ থানায় নিয়ে যায়।
বিস্তারিত আসছে…











