ইংরেজি নববর্ষ উপলক্ষে রাঙ্গামাটিতে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প
লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি।
পার্বত্য অঞ্চলের দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে প্রাথমিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে ইংরেজি নববর্ষ ২০২৬-এর প্রথম দিনেই রাজনগর বিজিবি জোন, ৩৭ বিজিবি কর্তৃক আয়োজন করা হয়েছে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন।
ক্যাম্পেইনে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর মেডিক্যাল অফিসার মেজর ইমরান হোসেন তাঁর সহকারী কর্মীদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিম বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। নারী, শিশু ও বয়স্কসহ পাহাড়ি-বাঙালি অর্ধশতাধিক স্থানীয় জনসাধারণ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজিবির এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের কার্যক্রম বিজিবি ও সাধারণ মানুষের মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করে তুলবে। তাঁরা চিকিৎসা সেবার জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজিবি জানায়, এই ক্যাম্পেইনের মাধ্যমে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) তথা বর্ডার গার্ড বাংলাদেশ-এর জনসেবামূলক কার্যক্রম ও জনগণের কল্যাণে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।











