ঢাকা | জানুয়ারী ২৯, ২০২৫ - ৪:০৮ পূর্বাহ্ন

আশুলিয়ায় নিবন্ধন না থাকায় গনি জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা

  • আপডেট: Wednesday, January 31, 2024 - 1:00 pm

সাভার থেকে এইচ এম সাগর  : ঢাকার আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে গনি জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার সব কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুর রহমান,
সহকারী কমিশনার (ভূমি) আশুলিয়া সার্কেল এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় প্রয়োজনীয় সনদ না থাকায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেয়া হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন গনি ডায়গনিষ্টিক হাসপাতালে কোন অনুমোদন নেই। তাই এই ডায়গনিষ্টিক হাসপাতালে সীলগালা করা হয়েছে। তিনি আরো বলেন সাভার ও আশুলিয়ায় কোন রকম অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের থাকবে না। আর এই অভিযান অব্যাহত থাকবে। পরে ঐ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে হাসপাতালটি সিলগালার বিষয় জানতে চাইলে কর্তৃপক্ষ এবিষয় কথা বলতে নারাজ।