ঢাকা | জানুয়ারী ২১, ২০২৫ - ১:২৩ পূর্বাহ্ন

আশুলিয়া উন্নয়ন ফোরামের সভাপতি ওহাব ও সম্পাদক মোবারক

  • আপডেট: Monday, January 20, 2025 - 7:15 pm

ইউসুফ আলী খান।। আশুলিয়াকে দূষণমুক্ত দুর্নীতি মুক্ত করে গ্রীন আশুলিয়া গড়ার লক্ষ্যে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন আশুলিয়া উন্নয়ন ফোরামের ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

গত শনিবার (১৮ জানুয়ারী) আশুলিয়া পূর্ব জামগড়া বটতলা এলাকায় ডাক্তার আব্দুল ওহাব এর অফিস কার্যালয়ে আশুলিয়া উন্নয়ন ফোরামের মাসিক সভায় এ কমিটি গঠন করা হয়।

আশুলিয়া উন্নয়ন ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার বাকির হোসেন মৃর্ধার সঞ্চালনায় উক্ত মাসিক সভায় ডাক্তার আব্দুল ওহাবকে সভাপতি ও মোবারক হোসেন খানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

আশুলিয়া উন্নয়ন ফোরামের ২০২৫-২৬ বছরের নতুন কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন
আব্দুল গফুর দেওয়ান সহ-সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক: ইমান আলী, সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ, অর্থ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম,তথ্য প্রচার ও দফতর সম্পাদক মোঃ ইউসুফ আলী খান, পরিবেশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিল্লাহ হোসেন ভূঁইয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা: শামসুন্নাহার হেনা সহ নির্বাহী সদস্যরা হলেন, রহিম উদ্দিন আহমেদ, আঃ রাজ্জাক, ব্যারিস্টার বাকির হোসেন মৃর্ধা, মিয়া মোঃ আ: রহিম, এড:মীর জাহান খান শাহীন, নাসির উদ্দিন নসু।