ঢাকা | মে ৯, ২০২৫ - ৫:৫৭ অপরাহ্ন

শিরোনাম

আশুলিয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

  • আপডেট: Monday, March 10, 2025 - 4:46 am

ইউসুফ আলী খান।। ঢাকার অদুরে সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকায় ককটেল ফাটিয়ে স্বর্ণের ব্যবসায়ী কে ছুরিকাঘাত করে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়েছে একদল দুর্বৃত্ত। এসময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ির মৃত্যু হয়।

রবিবার (৯মার্চ) দিবাগত রাত আনুমানিক ৯ টার সময় আশুলিয়ার নয়ারহাট এলাকায় এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম দিলীপ দাশ।তিনি নয়ারহাট এলাকায় দিলীপ জুয়েলার্সের মালিক।

দিশারী নামের একজন বলেন, রাতে দিলীপ তার দোকান বন্ধ করে বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় কয়েকজন দুর্বৃত্ত তার দোকানে ঢুকে এলোপাতাড়ি ভাবে তাকে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে হাতে থাকা টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়।পরবর্তীতে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এবিষয়ে আশুলিয়া থানার তদন্ত ওসি কামাল হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে যাই। স্থানীয় জনগণ তাকে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় দোষী ব্যক্তিদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।