ঢাকা | এপ্রিল ১২, ২০২৫ - ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম

আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ 

  • আপডেট: Wednesday, April 9, 2025 - 10:40 am

ইউসুফ আলী খান।। ঢাকার শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ার সাব রেজিস্ট্রার কার্যালয়ে চলমান দুর্নীতি ও গ্রাহক হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আশুলিয়ার ছাত্র-জনতা।

বুধবার দুপুরে আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে ছাত্র-জনতা।

এসময় উপস্থিত ছাত্র-জনতা অভিযোগ করে বলেন, আশুলিয়ার সাব-রেজিস্ট্রার মোহাম্মদ খায়রুল বাশার ভূঁইয়া তার অফিসের কর্মকর্তা ও দালালদের মাধ‍্যমে দলিল রেজিস্ট্রি করতে আসা গ্রাহকদের নানাভাবে হয়রানির মাধ‍্যমে ঘুষ গ্রহন করে আসছিলেন। এই ঘুষ দূর্নীতির বিরুদ্ধে স্থানীয় ছাত্র-জনতা একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করেন।

তারা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব‍্যবস্থা গ্রহনের দাবি জানান। অন্যথায় দূর্নীতিবাজ সাব-রেজিস্ট্রার খায়রুল বাসার ভুঁইয়াকে আশুলিয়ায় কোন কার্যক্রম চালাতে দেওয়া হবে জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির ঢাকা জেলা উত্তরের প্রতিনিধি মোঃ তুহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিটি ইউনিভার্সিটির আহবায়ক
সৈয়দ ইমন ও সদস্য সচিব মোঃ শান্ত, স্থানীয় ছাত্র-জনতাসহ সাধারণ মানুষ।