আশুলিয়ায় মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

সিনিয়র রিপোর্টার।। ঢাকার শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ার নিরিবিলি এলাকায় মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী।
এলাকাবাসীর জানায় বারবার থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায় নি। পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় বেপরোয়া হয়ে উঠেছে এসব মাদক ব্যবসায়ীরা।
সরজমিনে ঘুরে দেখা যায়, পুরো নিরিবিলি এলাকা বড় বিল্লালের নেতৃত্বে একটি চক্র এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছে। বর্তমানে বড় বিল্লাল জুলাই ছাত্র জনতা হত্যা মামলা সহ ১০/১২ টি মামলার আসামি হয়ে জেল হাজতে আছে। বড় বিল্লাল গ্রেপ্তারের পর থেকে এলাকায় একটি চক্র প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। মাদক ব্যবসার পাশাপাশি তারা প্রতিনিয়ত ছিনতাই, চুরি ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসীর।
নিরিবিলি এলাকায় বসবাসকারী আব্দুল কাদের জানান, এদের অত্যাচারে আমরা আমাদের জমির সাইনবোর্ড পর্যন্ত রাখতে পারি না। আমাদের নিকট চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে সাইনবোর্ড পর্যন্ত খুলে নিয়ে যায়।
নিরিবিলি এলাকার বাসিন্দা রুহুল আমিন বলেন, এই বিল্লাল গ্রুপের কারণে আমরা বাড়ি করতে পারিনা, বাড়ি নির্মাণ করতে গেলে এরা বড় অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দিলে নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং শ্রমিকদেরকে মারধর করে। এছাড়াও এখানে প্রকাশ্যে মাদক কিনতে আসা উশৃংখল যুবকদের নানা রকম যন্ত্রণা সইতে হয় এলাকাবাসীকে। এছাড়াও মাদক সেবীদের কারণে এলাকায় দিন দিন বেড়েই চলেছে ছিনতাই, চুরি ও অসামাজিক কর্মকান্ড।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আল হোসাইন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, ইতিমধ্যে আমরা মাদক কে নির্মুল করতে এবং মাদক ব্যবসার সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। কোনভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। আশুলিয়ার নিরিবিলি এলাকাকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।