ঢাকা | ফেব্রুয়ারী ২৪, ২০২৫ - ৭:০৬ অপরাহ্ন

আশুলিয়ায় পোশাক কারখানার ভেতর থেকে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট: Tuesday, February 11, 2025 - 1:37 pm

ইউসুফ আলী খান।। ঢাকার শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় একটি তৈরী পোশাক কারখানার ভিতরে এক শ্রমিক গলায় ফাঁসি দিয়ে আত্মাহত্যা করেছেন। এঘটনায় হত্যাকান্ড সন্দেহে পোশাক কারখানাটির মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করছে অন্যান্য শ্রমিকরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার খেজুরবাগান এলাকার রেডিয়ান্স জিন্স লিমিটেডেট কারখানায় এ ঘটনা ঘটে। ঘটনাটি ছড়িয়ে পড়লে শ্রমিকরা মুল ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করে। তিনি রেডিয়ান্স ফ্যাশন লিমিটেডের ৮ম তলায় ফিনিশিং বিভাগে চাকুরী করতেন।

বিক্ষুব্দ শ্রমিকরা জানায়, নিহত মোস্তফা ফিনিশিং বিভাগে কাজ করতেন। সকালে কারখানার ভিতরে মোস্তফার ঝুলন্ত মরদেহ দেখতে পায় শ্রমিকরা। এখবর পুরো কারখানার শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে শ্রমিকরা হত্যাকান্ড সন্দেহে কারখানার কাজ বন্ধ করে মুল ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং কারখানার অ্যাসেম্বলিতে অবস্থান নেয়। তাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে শ্রমিকরা অভিযোগ করেন।

এব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আশুলিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামসুল হক  বলেন, ওই কারখানার ভিতরে এক শ্রমিক আত্মহত্যা করেছেন। এরপর থেকে শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ করছেন। এখানে শিল্প-পুলিশ-১ এর একটি টিম ও সেনাবাহিনীর একটি টিম কাজ করছেন। আমরা কারখানার বাইরে অবস্থান করছি।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, কারখানার ভেতরে ৮ম তলায় ইন্সপেকশন রুম থেকে ওই শ্রমিকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। তবে এখনো কারখানার কর্মরত শ্রমিকরা মরদেহ বের করতে দেননি। রাতে কারখানা বন্ধ হওয়ার পর সে কখন কারখানায় প্রবেশ করেছে তা কারখানা কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি। ময়নাতদন্তের মাধ্যমে ওই শ্রমিকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।