আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্য গ্রেফতার

ইউসুফ আলী খান।। ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি কালে ডিবি ও পুলিশের যৌথ অভিযানে পাঁচজন ডাকাতকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল মোঃ শাহিনুর কবির।
বুধবার দিবাগত রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকার কবরস্থানের পাশে ডাকাতির প্রস্তুতি কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত রিপন, তালিম, সেন্টু ও ড্রাইভার রহমত উল্ল্যাহ সহ ৩/৪ জন পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাইনিজ কোরাল, লোহার রড, কাটার সহ একটি মিনি পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো: ১.পটুয়াখালী জেলার গলাচিপা থানার পারদাউকা এলাকার মৃত আজিজ মোল্লার ছেলে মোঃ খায়ের হোসেন (৩৫)। সে ঢাকা জেলার সাভার উপজেলার আনন্দপুর সিটি লেন এলাকার বুবলীর বাড়ীর ভাড়াটিয়া। ২. বরিশাল জেলার কাজিরহাট থানার সোনাপুর এলাকার মৃত শামসুল হকের ছেলে মোঃ কবির হোসেন (৪৫) , সে সাভারের আনন্দ পুর খ্রীস্টান পাড়া এলাকার সোবহানের বাড়ীর ভাড়াটিয়া। ৩.সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার চর সিলেবাস এলাকার ছলেমান মিয়ার ছেলে মোঃ ইমরান আলী (৪২)। সে ঢাকা জেলার ধামরাই উপজেলার ছোট চন্ডাইল এলাকায় বসবাস করে। ৪. নাটোর জেলার সিংড়া থানার গোডাউন এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (৫৫)। সে ধামরাই ছোট চন্ডাইল এলাকায় বসবাস করে।৫. কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার রাজবাড়ী গুচ্ছ গ্রামের মৃত ফজর উদ্দিন এর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৫২) ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবত ঢাকা জেলা ও আশে পাশ এলাকায় ডাকাতি করে আসছে।
অপরদিকে সাভারের আনন্দপুরে ৮ লক্ষ ৭০ হাজার টাকা চুরি হওয়ার অপর একটি ঘটনায় ইদ্রিস খান, নামে একজনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ, এ সময় তার কাছ থেকে সাত লক্ষ টাকা উদ্ধার করা হয় ।
উভয় ঘটনায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির আজ এক প্রেস ব্রিফিং এ জানান উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চোর সনাক্ত করে টাকা উদ্ধার করা হয়েছে এবং পাঁচজন ডাকাতকে ধরা হয়েছে।বাকী ডাকাতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রেয়েছে বলেও জানান তিনি।