আশুলিয়ায় দম্পতিকে অপহরণ: যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ চারজন আটক

ইউসুফ আলী খান।। ঢাকা শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় এক দম্পতিকেপ্রথমে উত্যক্ত ও পরে অপহরণ করে নিয়ে যায় কিশোর গ্যাং বাহিনী। পরে তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এসময় ঘটনাস্থল থেকে চার জনকে আটক করা হয়।
শুক্রবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ১০টার সময় জামগড়া চৌরাস্তার রুপায়ন মার্কেট এর সামনে এ ঘটনা ঘটে।
আটক যারা হলেন-
খুলনা জেলার রূপসা থানার বাগমারা এলাকার আব্দুর রাজ্জাক এর ছেলে রবিউল মুন্সী (৩০), টাঙ্গাইল জেলার গোপালপুর থানার মধ্যপাড়া এলাকার আব্দুল শেখ এর ছেলে নাসির শেখ (২১), বগুড়া জেলার ধনুট উপজেলার গোসাইবার এলাকার শ্রী মানিক এর ছেলে শ্রী শভু কুমার এবং টাঙ্গাইল জেলার ঘাটাল থানার অলিপুর এলাকার শহীদ হোসেনের ছেলে জনি।
জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা ঘটনার সততা স্বীকার করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী ওই দম্পতিকে উদ্ধার করে যৌথবাহিনি।
যৌথবাহিনি সূত্রে জানা যায়, আটক কিশোর গ্যাং সদস্যদের তথ্য অনুযায়ী জামগড়া চৌরাস্তার শরীফ চৌধুরী নামক এক ব্যক্তির বাসায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। সেখান থেকে অপহৃত দম্পতিকে উদ্ধার করা হয়। একইসঙ্গে ওই বাসায় থেকে নিষিদ্ধ দেশি অস্ত্র, চাইনিজ কুড়াল, স্টান গান, চারটি সুইস নাইফ, সাতটি মেসেটে, জাল টাকাসহ ওয়াকি টকি সেট এবং অনৈতিক কর্মকাণ্ড দেহ ব্যবসা সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকিত সরঞ্জাম পুলিশ জব্দ করেছে এবং আটককৃতদের থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী।
এ বিষয়ে পুলিশ বিস্তারিত তদন্ত করছে।