ঢাকা | এপ্রিল ১৯, ২০২৫ - ৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

আশুলিয়ায় ড্রেনে লেগুনা পড়ে দুই পোশাককর্মী নিহত

  • আপডেট: Wednesday, April 16, 2025 - 4:59 pm

ইউসুফ আলী খান।। ঢাকার শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহি লেগুনা সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে নিহত হয়েছেন দুই যাত্রী। এসময় আহত হয়েছেন আরও অন্তত চারজন যাত্রী। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ চলমান রয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শিরা জানান, বিকেলে প্রচুর বৃষ্টি হওয়ায় বৃষ্টির পানিতে রাস্তার পাশে খোলা ড্রেনেজ পানিতে ভর্তি হয়ে রাস্তা তলিয়ে যায়। ফলে রাস্তা এবং ড্রেনের গর্ত বোঝার কোন উপায় ছিল না। গার্মেন্টস ছুটি হওয়ার পর একটি লেগুনা ১০-১২ জন যাত্রী নিয়ে বাইপাইলের দিকে যাচ্ছিল। লেগুনাটি জামগড়ার ফ্যান্টাসি কিংডম এলাকায় আসার পর ড্রেনে পড়ে যায়। এ সময় চারজনকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করে। লেগুনার বাকি যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করে যাচ্ছে।

নিহতরা হলেন- আশুলিয়ার এনভায় গার্মেন্টসের সুপারভাইজার মো. বদরুল আলম গাজী (হাবিব) এবং ইউনিমাস ক্যাপ ফ্যাক্টরির সিনিয়র অপারেটর মো. হৃদয় মিয়া। এছাড়া আহতদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আশুলিয়ার নারি ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর ৪ জনকে হাসপাতালে আনা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ২ জনকে মৃত ঘোষণা করে। আহত ২ জনের অবস্থা ভালো আছে। চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেয়া হবে।