ঢাকা | ডিসেম্বর ৩১, ২০২৫ - ১০:০৩ অপরাহ্ন

শিরোনাম

আলীকদম জোন কর্তৃক অসচ্ছলদের অনুদান প্রদান

  • আপডেট: Wednesday, December 31, 2025 - 8:26 pm

আলীকদম প্রতিবেদক।
আলীকদম জোনে সেনাবাহিনী অসুস্থ, অসহায় জনগোষ্ঠী, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মাসিক দুই লক্ষ চুরাশি হাজার পাঁচশত চুয়াল্লিশ টাকা মাত্র বিতরণ করেছেন।
বুধবার, ৩১ ডিসেম্বর আলীকদম জোন কর্তৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত জনগণের সামাজিক নিরাপত্তা, মানবিক সহায়তা ও সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সীমান্ত চোরাচালান প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করছে আলীকদম জোন।
এরই ধারাবাহিকতায়, আলীকদম জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি-এর নির্দেশনা অনুযায়ী আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ তাঁদের দায়িত্বপূর্ণ এলাকার আর্থিকভাবে অসচ্ছল, অসুস্থ ও অসহায় জনগোষ্ঠীসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে দুই লক্ষ চুরাশি হাজার পাঁচশত চুয়াল্লিশ টাকা অনুদান প্রদান করেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, চোরাচালান নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর এই উদ্যোগ সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা আরও বাড়িয়ে তুলছে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদানের লক্ষ্যে এ অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পরিশেষে জোন কমান্ডার জানান, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পাহাড়ি ও প্রত্যন্ত এলাকার মানুষের উন্নয়ন, শিক্ষা সহায়তা ও সামাজিক নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী শুধু দেশ রক্ষা নয়, বরং মানবিক সহায়তার মাধ্যমে জনগণের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। তিনি এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি-বাঙালি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করার আহ্বান জানান।