ঢাকা | ডিসেম্বর ১৫, ২০২৫ - ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম

আলীকদম কুরুকপাতা বৌদ্ধ বিহার উদ্বোধন উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, December 14, 2025 - 4:56 pm

আলীকদম প্রতিনিধি।

আলীকদম কুরুকপাতা বৌদ্ধ বিহার উদ্বোধন উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় কুরুকপাতা যুব একাদশ চ্যাম্পিয়ন এবং কালিয়ারছড়া একাদশ রানারআপ হয়।

অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টটি সমাপ্ত হয়। ১৩ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এর আগে ২৩ নভেম্বর কুরুকপাতা বাজার এলাকায় টুর্নামেন্টটির শুভ সূচনা হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত মোট ১৪টি দল অংশগ্রহণ করে। সার্বিক ব্যবস্থাপনা আরও সুসংগঠিত ও শৃঙ্খলাপূর্ণ করার লক্ষ্যে পরবর্তীতে টুর্নামেন্টটি আলীকদম সেনা জোনের অধীনস্থ মেনদপাড়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

রোমাঞ্চকর এই ফাইনাল খেলায় কুরুকপাতা যুব একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং কালিয়ারছড়া একাদশ রানারআপ হিসেবে নির্বাচিত হয়। পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খেলোয়াড়দের পুরস্কৃত করা হয় এবং টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করায় আয়োজক কমিটির সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেনদপাড়া আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ মুবতাসিম ফুয়াদ অর্ণব। অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্যসহ আনুমানিক ১,৪০০–১,৫০০ জন দর্শক উপস্থিত ছিলেন।

আলীকদম সেনা জোনের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দল কুরুকপাতা যুব একাদশকে ৫,০০০ টাকা নগদ অর্থ ও একটি ফুটবল এবং রানারআপ দল কালিয়ারছড়া একাদশকে ৩,০০০ টাকা নগদ অর্থ ও একটি ফুটবল পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

উল্লেখ্য, টুর্নামেন্ট চলাকালীন সময় থেকে শেষ পর্যন্ত সার্বিক শৃঙ্খলা বজায় ছিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। এ ধরনের ক্রীড়া ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সামাজিক সম্প্রীতি জোরদারে আলীকদম সেনা জোনের অব্যাহত অঙ্গীকার প্রতিফলিত হচ্ছে।