ঢাকা | নভেম্বর ৩, ২০২৫ - ১১:৫৯ অপরাহ্ন

আলীকদম কলেজে নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন

  • আপডেট: Monday, November 3, 2025 - 4:45 pm

নিজস্ব প্রতিবেদক।
বান্দরবানের আলীকদম কলেজের বহুল প্রতীক্ষিত প্রশাসনিক ভবনের উদ্বোধন সোমবার (৩ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীলভাবে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কলেজ কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই। তিনি বলেন, এই ভবন শুধু একটি স্থাপনা নয়, এটি আলীকদমের উচ্চশিক্ষার পরিসর ও মান উন্নয়নের এক প্রতীক। উদ্বোধন উপলক্ষে তিনি কলেজের শিক্ষকদের বেতনের জন্য ২ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন, বান্দরবান জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর, আলীকদম কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহেল রানা এবং আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিন।

উদ্বোধনী দিনে কলেজ প্রাঙ্গণ ছিল প্রাণচঞ্চল। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবনির্মিত ভবনের সামনে সমবেত হয়ে অনুষ্ঠানকে বর্ণাঢ্য করে তোলেন। কলেজ কর্তৃপক্ষ জানায়, নতুন ভবনটি চালুর ফলে প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।