আলীকদমে সেনা জোনের উদ্যোগে দুর্গম এলাকায় শীতবস্ত্র বিতরণ
আলীকদম প্রতিনিধি।
বান্দরবানের আলীকদমে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে দুর্গম এলাকার হতদরিদ্র পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আলীকদম সেনা জোনের উদ্যোগে শনিবার (৪ জানুয়ারি) জোনের আওতাধীন মেনদনপাড়া আর্মি ক্যাম্প থেকে আনুমানিক ১১ কিলোমিটার পূর্বে কুরুকপাতা ইউনিয়নের গর্জনী পাড়ায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
আলীকদম সেনা জোন কর্তৃক প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জোন কমান্ডারের নির্দেশনায় মেনদনপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট তাফসির মাহমুদের নেতৃত্বে সুবিধাবঞ্চিত পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় ৫০ জন অসহায় ও হতদরিদ্র পাহাড়ি মানুষের মাঝে ৫০টি কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কারবারি ও উপকারভোগীসহ আনুমানিক ৬০ থেকে ৭০ জন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট তাফসির মাহমুদ বলেন, “আলীকদম সেনা জোন যেকোনো পরিস্থিতিতে স্থানীয় জনগণের পাশে থাকবে এবং প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে।” তিনি আরও বলেন, “শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”
মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক এ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে আলীকদম সেনা জোন তথা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আস্থা ও ভালোবাসা আরও সুদৃঢ় হয়েছে বলে স্থানীয়রা অভিমত ব্যক্ত করেন।











