আলীকদমে সেনাবাহিনীর অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
লামা (বান্দরবান) প্রতিনিধি।
আলীকদমে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে সেনাবাহিনী। এ ব্যাপারে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সেনাবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানায়—
পার্বত্য বান্দরবানের আলীকদম এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আলীকদম সেনা জোন কর্তৃক একটি সফল বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
সূত্র জানায়, ২৯ ডিসেম্বর দুপুর ১টায় আলীকদম সেনা জোনের আওতাধীন জোন সদর থেকে আনুমানিক ৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে আলীকদম সদর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডস্থ আমতলী মধ্য পাড়া এলাকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আলীকদম জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফাহিম মুনতাসিরের নেতৃত্বে একটি টহল দলের মাধ্যমে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান চলাকালে ৩ হাজার পিস ইয়াবাসহ মোঃ ফোরকান নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য নয় লক্ষ টাকা। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত ইয়াবাসহ আলীকদম থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর নিশাত বরুয়ার নিকট হস্তান্তর করা হয়।
আটককৃত ব্যক্তি মোঃ ফোরকান (৫২), পিতাঃ ছুলতান আহমেদ, ঠিকানাঃ আমতলী মধ্য পাড়া, ইউনিয়নঃ আলীকদম সদর, ওয়ার্ডঃ ০৫ নং, থানাঃ আলীকদম, জেলাঃ বান্দরবান।
পার্বত্য অঞ্চলে মাদক পাচার ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে আলীকদম সেনা জোন নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সেনাবাহিনীর এই ধরনের তৎপরতায় এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ সৃষ্টি হচ্ছে।
আলীকদম সেনা জোন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও মাদকসহ সকল প্রকার অপরাধ দমনে কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত রাখবে।











