ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৫ - ৯:১১ অপরাহ্ন

শিরোনাম

আলীকদমে বড়দিন উপলক্ষে সেনা জোনের উদ্যোগে খ্রিষ্টান সম্প্রদায়ের মাঝে আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট: Thursday, December 25, 2025 - 6:55 pm

আলীকদম (লামা) প্রতিনিধি।
খ্রিষ্টানদের বড়দিনের উৎসবে আলীকদম সেনা জোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আলীকদম জোন কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ বড়দিন উপলক্ষে আলীকদম সেনা জোনের উদ্যোগে কাঁঠালছড়া ত্রিপুরা পাড়া ও হায়দারনাশি পাড়ায় বসবাসরত খ্রিষ্টান সম্প্রদায়ের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং একটি সৌহার্দ্যপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।’
উক্ত অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। আলীকদম সেনা জোনের পক্ষ থেকে নগদ অর্থ ও উপহার প্রদান করা হয়। দুইটি গির্জার মাঝে সর্বমোট ৬,০০০.০০ (ছয় হাজার টাকা মাত্র) টাকা বিতরণ করা হয়। এছাড়া বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য কেকও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ইয়াংছা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং কুমারী ফাঁড়ির অফিসার ইনচার্জ বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। পাশাপাশি স্থানীয় কারবারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পার্শ্ববর্তী এলাকার আনুমানিক ১৫০–২০০ জন সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত থেকে তা প্রাণবন্ত করে তোলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক সহনশীলতা বৃদ্ধি এবং ধর্মীয় সৌহার্দ্য রক্ষার গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভবিষ্যতেও আলীকদম সেনা জোনের পক্ষ থেকে সকল ধর্ম ও সম্প্রদায়ের কল্যাণে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’
সার্বিকভাবে, বড়দিন উপলক্ষে আলীকদম সেনা জোনের এই আর্থিক সহায়তা ও মানবিক উদ্যোগ পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার এক ইতিবাচক বার্তা বহন করছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।