ঢাকা | এপ্রিল ৫, ২০২৫ - ২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম

আরাকান আর্মির হেফাজত থেকে ২৬ জেলেকে ফেরত আনল বিজিবি

  • আপডেট: Saturday, March 15, 2025 - 1:54 pm
এম এ হাসান, টেকনাফ।। মায়ানমারের আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়া ২৬ জেলেকে দেশে ফেরত আনলো টেকনাফ ব্যাটালিয়ান ২বিজিবি।
শনিবার (১৫ মার্চ) বিকালে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আন্তরিকতা ও দীর্ঘদিনের মধ্যস্থতায় মায়ানমারের আরাকান আর্মির নিকট আটক ২৬ জন জেলে দেশে ফিরে এসেছে। এর আগে বিভিন্ন সময়ে টেকনাফের কে কে খাল এবং শাহপরীরদ্বীপ ট্রলার ঘাট থেকে কয়েকটি ভিন্ন ভিন্ন দলে মোট ২৬ জন জেলে নৌকাযোগে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে গমন করে। তারা মাছ ধরতে ধরতে একসময় ভুলবশত বাংলাদেশ-মায়ানমার সীমান্তের শুন্য লাইন অতিক্রম করে মায়ানমারের জলসীমায় প্রবেশ করেছিল। এর পর পরই আরাকান আর্মির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন স্থান থেকে তাদেরকে নৌকাসহ আটক করে নিয়ে যায়।
পরবর্তীতে, আটক জেলেদের ফিরিয়ে আনতে বিজিবির হস্তক্ষেপ কামনা করা হলে টেকনাফ ব্যাটালিয়ন কর্তৃক আরাকান আর্মির সাথে কার্যকরী যোগাযোগ স্থাপন এবং দীর্ঘ মধ্যস্থতার পর আজকে বিকালে আটক জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। একই সময়ে, দীর্ঘ দিন যাবত  আরাকান আর্মির নিকট বাজেয়াপ্ত একটি মাছ ধরার নৌকাও ফেরত আনা সম্ভব হয়েছে। বর্তমানে দেশে ফিরেয়ে আনা জেলেদেরকে তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
তিনি আরও জানায়, দেশের নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বদা নিবেদিত, সতর্ক ও সদা প্রস্তুত। সীমান্তে বিজিবি’র পেশাদারিত্ব, কৌশল, দায়িত্ববোধ এবং দেশপ্রেমের দৃষ্টান্তের নজির অজস্র। তাই বিজিবি সীমান্তের যে কোন সংকটেই জনসাধরণের আস্থার জায়গা। আটক জেলেদের সফল  প্রত্যাবর্তনের মাধ্যমে আবারও  সর্বসাধারনের আস্থার কার্যকরি প্রতিফলন ঘটলো।
মায়ানমার থেকে ফেরত আসা জেলে লোকমান হাকিম বলেন, আমরা মাছ ধরা শেষে নৌ-ঘাটে আসার পথে হঠাৎ আরাকান আর্মি এসে মায়ানমারে আমাদের ধরে নিয়ে যায়। পরে একটা রুমের ভেতর তালা লাগিয়ে আটকে রাখে। তারা আমাদের কোন ধরনের মারধর করে নাই। তবে রোজা রাখার কথা বললে ব্যাপক গালি গালাজ করে। এসময় আমরা প্রায় ২৫ মন মাছ পেয়েছিলাম। তারা আমাদের মাছগুলো রেখে দেয়। মায়ানমার থেকে ফেরত আনায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।