আমাদের শহরে সাম্যের চেতনা প্রতিষ্ঠা করতে হবে – মেয়র ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “আমি চাই চট্টগ্রাম হোক একটি ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটি, যেখানে সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ শান্তি ও সম্প্রীতির মধ্যে বসবাস করবে। আমাদের শহরে সাম্যের চেতনা প্রতিষ্ঠা করতে হবে।”
সোমবার শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরের উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টার মন্দির প্রাঙ্গণে আয়োজিত “শ্রী শ্রী শ্যামা পূজা উদযাপন” উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. অজয় দেব এবং সঞ্চালনা করেন সুজন দাশ।
মেয়র বলেন, “সকল নাগরিকদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে। দেশপ্রেমের পাশাপাশি আমাদের চট্টগ্রাম শহরকেও ভালোবাসতে হবে। একটি গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি ও সেইফ সিটি হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে হলে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল হতে হবে এবং এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের দেশের প্রতিটি উৎসবই হওয়া উচিত আনন্দ ও সৌহার্দ্যের প্রতীক। বিভিন্ন দেশে উৎসবের সময় দোকানপাটে ছাড় দেওয়া হয়, উৎসব উপলক্ষে সাধারণ মানুষকে আনন্দ ভাগাভাগির সুযোগ দেওয়া হয়। অথচ আমাদের দেশে অনেক সময় উৎসব এলেই দ্রব্যমূল্য বেড়ে যায়। এই মানসিকতা পরিবর্তন করতে হবে।”
নিজের সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজের আবেগপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে মেয়র বলেন, “চট্টগ্রাম মেডিকেল কলেজ আমার রাজনৈতিক জীবনের সূতিকাগার। এখানকার মানুষ, এখানকার পরিবেশ—সবকিছু আমার হৃদয়ের সঙ্গে মিশে আছে। এই প্রতিষ্ঠান ও এর আশেপাশের এলাকার উন্নয়নে আমি সর্বদা আন্তরিকভাবে কাজ করেছি এবং ভবিষ্যতেও করব।”
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, উপাধ্যক্ষ মো. আব্দুর রব, পরিচালক ব্রিগেডিয়ার তসলিম উদ্দিন, ডা. ঋতুরাজ চক্রবর্তী, খোকন কান্তি বিশ্বাস, বিপ্লব পার্থ, রাজিব ধর তনাল, সুমন ঘোষ বাদশা, লিটন বৈদ্য, কমল কুমার দে, রাজু মজুমদার, অজিত কুমার দে, বাবুল কুমার দাশ, দীপক তালুকদার, কেশব নাথ ও অভি চৌধুরী প্রমুখ।