গতকাল রোববার প্রকাশিত জুলাই–আগস্টের রাজস্ব আদায়ের হালনাগাদ তথ্যে এমনটা জানা গেছে।
এনবিআরের তথ্যে দেখা গেছে, আয়কর, কাস্টমস ও ভ্যাট—এই তিন খাত মিলিয়ে গত জুলাই-আগস্টে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৬১ হাজার কোটি টাকা। কিন্তু এ সময়ে আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। ঘাটতি ৬ হাজার ৫৭৭ কোটি টাকা বা ১০ দশমিক ৭৮ শতাংশ। এর মধ্যে কেবল আগস্ট মাসেই ৩০ হাজার ৮৮৯ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ২৭ হাজার ১৭৪ কোটি টাকা।
তবে আগের অর্থ বছরের তুলনায় জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের প্রথম দুই মাসে রাজস্ব আদায় হয়েছিল ৪৫ হাজার ৫ কোটি টাকা, সে হিসাবে প্রবৃদ্ধি ২০ দশমিক ৯৩ শতাংশ।
গত মে ও জুনে এনবিআরের আন্দোলনের কারণে গত অর্থ বছরের বড় আকারের রাজস্ব ঘাটতি হয়। শেষ দুই মাসে কাঙ্ক্ষিত রাজস্ব হয়নি। আন্দোলনের নানা কর্মসূচিতে রাজস্ব আদায় বিঘ্ন হয়। গত ২৯ জুন এনবিআর কর্মকর্তারা আন্দোলন প্রত্যাহার করে নিলেও জুলাই–আগস্টেও রাজস্ব আদায়ে গতি আসেনি।
এনবিআরের কয়েকজন কর্মকর্তা জানান, আন্দোলনের পর এনবিআরের কর্মকর্তাদের মধ্যে বরখাস্ত ও বদলি-আতঙ্ক বিরাজ করছে। রাজস্ব আদায়ে মনোযোগ কম।
এ বিষয়ে সরকারের সাবেক আমলা ও জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া
বলেন, স্বাভাবিকভাবে এই ধরনের আন্দোলন এবং আন্দোলন পরবর্তী ব্যবস্থা গ্রহণের কারণে কর্মকর্তাদের মনোবল দুর্বল হয়েছে। কাজে আগ্রহ কমবে, এটাই স্বাভাবিক। ফলে রাজস্ব আহরণ কমাটাও প্রত্যাশিত। তবে সরকারের উচিত বিষয়গুলো আন্তরিকতার সঙ্গে সামাল দেওয়া, যাতে করে সৎ কর্মকর্তারা কাজের প্রতি নিরুৎসাহিত না হন।
এনবিআরের হিসাবে, আয়কর, কাস্টমস ও ভ্যাট—এই তিন ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। জুলাই–আগস্টে ভ্যাট থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। এই খাত থেকে আদায় হয়েছে ২২ হাজার ৪৩৭ কোটি টাকা। যদিও লক্ষ্যমাত্রা ছিল ২১ হাজার ৪০৯ কোটি টাকা। তবে আগের বছরের একই সময়ের সঙ্গে তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ১৩ শতাংশ।
অপরদিকে কাস্টমস খাতে ২০ হাজার ২১১ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১৭ হাজার ২৪৮ কোটি টাকা। ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ৯৬৩ কোটি টাকা। তবে এখানেও আগের বছরের চেয়ে প্রবৃদ্ধি ৬ দশমিক ৬১ শতাংশ।
জুলাই-আগস্টে আয়কর থেকে ১৪ হাজার ৭৩৮ কোটি টাকার রাজস্ব আদায় করেছে এনবিআর, যা লক্ষ্যমাত্রা ১৯ হাজার ৩৭৯ কোটি টাকার চেয়ে ৪ হাজার ৬৪১ কোটি টাকা কম। তবে আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ২৩ দশমিক ০৯ শতাংশ।