ঢাকা | নভেম্বর ২৫, ২০২৫ - ৮:২০ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

  • আপডেট: Tuesday, November 25, 2025 - 4:34 pm

 

 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের কমপ্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আয়োজনে মানববন্ধন, র‌্যালি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে শুরুতেই কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে কাপ্তাই উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা সদর সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন এবং র‌্যালিতে বিভিন্ন এনজিও কর্মী, সরকারি দপ্তরের প্রতিনিধি, প্রথাগত নেতা এবং নানা শ্রেণী-পেশার শতাধিক লোকজন অংশ নেন। বিশেষ করে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 

পরে সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এসময় তিনি বলেন, একসময় পত্র-পত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে জানতে পারতাম নারী নির্যাতনের সংবাদ। তবে এখন নারীর প্রতি সহিংসতা অনেকাংশে কমে গেছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে নারীর প্রতি সহিংসতা দেখা যায় না। তবে আমাদেরকে সম্পূর্ণ এই বিষয়ে রোধ করতে হলে আমাদেরকে বাল্যবিবাহ রোধ করতে হবে, কন্যা শিশুদেরকে স্কুলে পাঠাতে হবে, নারীদেরকে আত্মবিশ্বাসী হয়ে গড়ে তুলতে হবে।

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সভাপতিত্বে, চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের কমপ্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান।

 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।