আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
জাগো জনতা অনলাইন।। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এতে চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলামসহ প্রসিকিউটর পদে আরও চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার রাতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। গত বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা ভোগ করবেন। তাজুল ইসলাম ছাড়াও ট্রাইব্যুনালে আরও চার আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেয়া হয়েছে।
তারা হলেন: মিজানুল ইসলাম (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা), গাজী মোনাওয়ার হুসাইন তামিম (ডেপুটি অ্যাটর্নি জেনারেল), বি এম সুলতান মাহমুদ (ডেপুটি অ্যাটর্নি জেনারেল), আব্দুল্লাহ আল নোমান (সহকারী অ্যাটর্নি জেনারেল)। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
এর আগে গত ১৩ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরসহ ১১ জন প্রসিকিটর পদত্যাগ করেন। পদত্যাগকারীরা হলেন- মুকলেসুর রহমান বাদল, রানা দাশগুপ্ত, আলতাফ উদ্দিন আহম্মেদ,সুলতান মাহমুদ, শাহিদুর রহমান, আবুল কালাম, মো: জাহিদ ইমাম, রেজিয়া সুলতানা বেগম, শেখ মুশফিক কবির ও তাপস কান্তি মজুমদার।