ঢাকা | জানুয়ারী ২২, ২০২৬ - ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম

আনোয়ারায় সাত রোহিঙ্গা আটক

  • আপডেট: Thursday, January 22, 2026 - 7:40 pm

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা-চুন্নাপাড়া এলাকা থেকে সাতজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে সাতজনের একটি দল ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তাদের চলাফেরা অস্বাভাবিক মনে হওয়ায় স্থানীয়রা বিষয়টি গ্রাম পুলিশকে অবহিত করেন। পরে গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
আটক ব্যক্তিরা হলেন- হোসেন জেহার, আনোয়ার শাহ, মো. আয়ুব, নুর হাসান, নূর বাবর, নূর হাশিম ও রাশিদুল্লাহ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।