ঢাকা | জানুয়ারী ৪, ২০২৬ - ৩:৩৮ অপরাহ্ন

আনোয়ারায় জায়গা-জমি বিরোধের জেরে নিজ বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ

  • আপডেট: Saturday, January 3, 2026 - 7:16 pm

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কেরোসিন ঢেলে নিজ বসতঘরসহ ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের বড়ার চর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল হাকিম চৌকিদার বাড়িতে ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, মো. মহিউদ্দিন (২৭) প্রথমে নিজের বসতঘরে কেরোসিন ঢেলে আগুন ধরান। পরে একইভাবে তার চাচার বসতঘরেও আগুন লাগিয়ে দেন। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও দুটি ঘরে। এতে মোট চারটি ঘর পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান মালামাল সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন শামসুর ইসলাম, মো. নুরুল ইসলাম, মো. আব্দুল আলিম ও মো. রহিম।
স্থানীয়দের সহযোগিতায় পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অভিযুক্ত মহিউদ্দিনের চাচাতো ভাই মো. জয়নাল আবেদিন বলেন, “আমার চাচাতো ভাই দোকান থেকে কেরোসিন এনে প্রথমে নিজের ঘরে এবং পরে আমাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। সে দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্নভাবে নির্যাতন ও ঝামেলা করে আসছিল।”
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মো. মহিউদ্দিনকে আটক করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিরোধ রয়েছে। তবে বিষয়টি নিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এদিকে আনোয়ারা ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে নির্ধারণ করা যায়নি; তদন্ত শেষে জানানো যাবে।