ঢাকা | ডিসেম্বর ৩, ২০২৪ - ১১:১৫ অপরাহ্ন

শিরোনাম

আনোয়ারায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার 

  • আপডেট: Wednesday, October 11, 2023 - 5:23 pm

জুনাত আরমান (কর্ণফুলী) চট্রগ্রাম ।।

চট্টগ্রামের আনোয়ারায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ অক্টোবর) ভোরে আনোয়ারা-বাঁশখালী সড়কের বারখাইন ঝিওরি মাজার গেইট এলাকায় সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে নিহত ওই নারীকে সড়কে হাটা-চলা করতে দেখা যেতো। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিল, তবে কিভাবে সে মারা গেছে সে ব্যাপারে কেউ জানেনা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সড়কের পাশ থেকে একটি নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত মহিলার আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে লাল রংয়ের সেলোয়ার-কামিছ ছিল। উদ্ধারকৃত লাশটির মুখ ও মাথা থেতলে যাওয়ায় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের অবস্থা দেখে মনে হচ্ছে সড়ক দূর্ঘটনায় ওই নারী মারা গেছে।