আজ প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি

জাগো জনতা অনলাইন।। গোপালগঞ্জে বুধবার এনসিপির “লংমার্চ টু গোপালগঞ্জ” পদযাত্রায় আওয়ামী লীগের সহিংস হামলার প্রতিবাদে শুক্রবার বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ-এর নেতৃবৃন্দ এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, হামলার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা সংস্থার বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া, ভিডিও ফুটেজ দেখে আওয়ামী লীগের দোষীদের গ্রেপ্তার ও বিচার এবং এনসিপির পূর্ব ঘোষিত বাকি পদযাত্রায় নিরাপত্তায় আরো জোরদার করতে হবে।
এনসিপি নেতারা সরকারের সমালোচনা করে বলেন, গোয়েন্দাদের কাছে হামলার তথ্য ছিলো না স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলে দায় এড়াতে পারেন না। অর্ন্তবর্তী সরকার এই বিষয়ে উদাসীন আচরণ করছে।
তবে, এনসিপি নেতৃবৃন্দরা আইন-শৃঙ্খলা বাহিনীকে তারা আরেকটু সময় দিতে চান।