ঢাকা | অক্টোবর ৩০, ২০২৫ - ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনাম

আজ থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত সব সিম

  • আপডেট: Thursday, October 30, 2025 - 6:52 am

জাগো জনতা অনলাইন।। একজনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে ১০টির বেশি মোবাইল সিম নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা হবে। ফলে এখন থেকে এসব সিমে মিলবে না নেটওয়ার্কও।

সম্প্রতি জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বিটিআরসি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন গ্রাহক তার এনআইডির বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন রাখতে পারবেন। এর বেশি সিম নিবন্ধিত থাকলে বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার করতে হবে।

গ্রাহকদের জানানো হয়েছে, তারা পছন্দমতো ১০টি সিম সক্রিয় রাখতে পারবেন। এর অতিরিক্ত সিম থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে সেগুলো ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে।

সময়সীমা শেষ হওয়ার পর কমিশন দৈবচয়নের (র‌্যান্ডম সিলেকশন) মাধ্যমে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে, বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

একটি এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে, তা জানতে যে কোনো অপারেটর (গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক বা টেলিটক) থেকে ১৬০০১# ডায়াল করতে হবে। এরপর ফিরতি বার্তায় জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা চাওয়া হবে। সেই সংখ্যা পাঠানোর পর এসএমএসের মাধ্যমে জানানো হবে সংশ্লিষ্ট এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত আছে এবং কোন কোন অপারেটরের।